Loading the player...


INFO:
আজ বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণা। কার দখলে থাকবে নীল বাড়ি? তৃতীয়বার ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল না কি প্রথমবার নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি বাহিনী। রাসবিহারীতে শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি। বিভিন্ন দলের প্রতিনিধিরা আসতে শুরু করে দিয়েছেন ইতিমধ্য়েই। লম্বাই লাইন পড়েছে।
WB Election Results 2021 Live: Vote Counting Begins Shortly in Rashbehari | WB Election Results 2021 Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, রাসবিহারীতে শুরু ভোট গণনার প্রস্তুতি